সর্বশেষ সংবাদ
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান স্বাস্থ্য স্কিম নিয়ে বিতর্কের মাঝেই এই প্রকল্পের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান স্বাস্থ্য স্কিম নিয়ে বিতর্কের মাঝেই এই প্রকল্পের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান স্বাস্থ্য স্কিম নিয়ে বিতর্কের মাঝেই এই প্রকল্পের প্রশংসা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত সফরে এসে শুক্রবার কেন্দ্রের এই স্কিম কীভাবে সাধারণ মানুষের উপকারে এসেছে, সে কথাই জানালেন ডব্লিউ এইচ ও’র ডিরেক্টর টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস।গুজরাটের গান্ধীনগরে জি-টুয়েন্টি স্বাস্থ্য মন্ত্রীদের বৈঠকে আয়ুষ্মান স্বাস্থ্য স্কিমের প্রশংসা শোনা যায় টেড্রোসের মুখে। তিনি বলেন, “দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারত যে পদক্ষেপ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্বাস্হ্য বিমার মধ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমা হল আয়ুষ্মান ভারত। অর্থাৎ এর বিস্তৃতি সবচেয়ে বেশি।” এখানেই শেষ নয়, এই শহরের স্বাস্থ্য কেন্দ্রগুলি যেভাবে পরিষেবা দিচ্ছে, তার প্রশংসাও করেন টেড্রোস। তিনি আরও বলেন, “গান্ধীনগরের স্বাস্থ্যকেন্দ্র গুলো ঘুরে দেখেছেন। হাজার হাজার মানুষকে দুর্দান্ত পরিষেবা দিচ্ছে তারা।” গুজরাটের টেলিমেডিসিন পরিষেবারও প্রশংসা করেন তিনি।

পরবর্তী খবর