দেশের অধিকাংশ রাজ্যে মুখ থুবড়ে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্প। শিশুকন্যা বাঁচাতে ও তাকে শিক্ষিত করতে যতই ঢাকঢোল পিটিয়ে প্রচার করুক না কেন কেন্দ্র, আদতে দেখা যাচ্ছে তার উল্টো টাই। দেশের উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, ছত্তিশগড়, রাজস্থান, চণ্ডীগড় ও দিল্লিতে ক্রমশ কমছে পুত্রের তুলনায় কন্যা র জন্মহার। সম্প্রতি ওয়াইএসআর কংগ্রেসের লোকসভা সাংসদ এন রেড্ডেপ্পার প্রশ্নের জবাবে আঁতকে ওঠার মত তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। দু’বছর আগে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে প্রতি হাজার শিশু পুত্রর তুলনায় শিশু কন্যাোর জন্মহার ছিল ৯৩২ ও ৯৪০। যা সামান্য বেড়ে গত অর্থবর্ষে হয়েছে ৯৩৬ ও ৯৪৪।