সোমবার রাতে দুর্ঘটনাগ্রস্ত এক অটো চালকের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন রাতে বিশালগড় সিপাহিজলা ফার্স্ট গেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পরে একটি অটো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তখন সোনামুড়া যাওয়ার পথে ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে মন্ত্রীর কনভয় থামিয়ে সঙ্গে সঙ্গে আহত চালককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেন।