সর্বশেষ সংবাদ
 ‘মন কি বাত’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘মন কি বাত’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


দেশবাসীর কাছাকাছি পৌঁছতে ‘মন কি বাত’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিভিন্ন ক্ষেত্রে দেশবাসীর মতামত নেওয়া এবং নিজের মতামত জানাতেই এই বিশেষ অনুষ্ঠান চালু করেন তিনি। হারিয়ে যেতে বসা আকাশবাণীকে তুলে ধরতে ‘মন কি বাত’ সম্প্রচারের জন্য রেডিও মাধ্যমকেই বেছে নেন প্রধানমন্ত্রী। তাঁর সেই জনপ্রিয় ‘মন কি বাত’ এবার ১০০ তম পর্বে পড়তে চলেছে। তাই শততম ‘মন কি বাত’-এ এবার দেশ ও সমাজের উন্নয়নে দেশবাসীর মতামত শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘটনা শেয়ার করার জন্য ইতিমধ্যে PMO অফিস থেকে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সেই নম্বরটি হল - 1800 11 7800। এই হেল্পলাইন নম্বরটি গত তেসরা মার্চ খোলা হয়েছে এবং আগামী ২৪ মার্চ রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। যে কেউ এই নম্বরে ফোন করে তাঁর বিশেষ ঘটনার কথা জানাতে পারবে। অথবা ১৯২১ ডায়াল করে ওই বিশেষ ঘটনার রেকর্ডও করে পাঠাতে পারবে। অথবা mygov.in ওয়েবসাইটে জানাতে পারেন।

পরবর্তী খবর