সর্বশেষ সংবাদ
ঘোষণা দিয়েও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না সিপিএম

ঘোষণা দিয়েও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না সিপিএম


ঘোষণা দিয়েও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারলো না সিপিএম। প্রথমবার রাজ্যের ইতিহাসে এই ঘটনা ঘটেছে। অতীতের নির্বাচন ঘোষণার দিনই প্রার্থী তালিকার নাম ঘোষণা করে দিত বামফ্রন্ট। এবার কংগ্রেসের সাথে সমঝোতা করে সেই ঐতিহ্য হারিয়েছে সিপিএম। সীতারাম ইয়েচুরি প্রার্থী তালিকায় সিলমোহর দিলেও কংগ্রেসের আপত্তিতে প্রকাশ করতে পারছে না। দুই দুইবার সাংবাদিক সম্মেলন বাতিল করতে হয়েছে সিপিএমকে। শুরুতেই ভাঙনের মুখে বাম কংগ্রেস জোট বাম কংগ্রেস জোট শুরুতেই বড় ধরণের ধাক্কা খেয়েছে। আসন বন্টন নিয়ে অনড় দুই পক্ষই। প্রথম দফায় কংগ্রেসের জন্য মাত্র ১১টি আসন ছেড়েছিল সিপিএম। অনেকটা দয়ার মতো। ১১টি আসন ছেড়ে মঙ্গলবার বিকেল ৫টায় প্রার্থী ঘোষণার জন্য সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। সিপিএম পার্টি থেকে প্রার্থী ঘোষণার কথাও জানিয়ে দেওয়া হয়েছিল।

কিন্তু জোটের জট আর খোলে নি। সিপিএমও তাদের অবস্থানে অনড় রয়েছে। তারাও ভোটের পাখীদের জন্য বেশি আসন ছাড়তে রাজী নয়। কিন্তু ক্ষমতার স্বার্থে কংগ্রেসের সাথে কয়েক দফা টেলিফোনিক বার্তালাপ হয়। জট খুলতে না পেরে বিকেল ৫টায় সাংবাদিক সম্মেলন বাতিল করে সিপিএম। রাজনৈতিক দেউলিয়ার মতই বর্তমানে সিপিএম ও কংগ্রেসের অবস্থা। আসন ভাগাভাগি নিয়ে জোট ভাঙ্গার মতো অবস্থায় এসে দাড়িয়েছে। শেষ পর্যন্ত ৭টার সাংবাদিক সম্মেলনও বাতিল করে দেওয়া হয়।

পরবর্তী খবর