বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক শুক্রবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে তথা পুরনো আস্তাবল ময়দানে নিজেদের শক্তির জানান দিতে প্রকাশ্য সমাবেশ করলো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। সমাবেশে যোগদান করেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বক্তব্য রাখেন পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মন্ত্রী মানিকদে সহঅন্য বক্তারা। ২০২৩ বিধানসভা নির্বাচনকে রাজ্যের পরিবর্তনের ডাক দেন বক্তারা।