সর্বশেষ সংবাদ
 ১৮ ঊর্ধ্ব যোগ্য নাগরিকদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু

১৮ ঊর্ধ্ব যোগ্য নাগরিকদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু


বুধবারই কেন্দ্র ঘোষণা করে, ১৫ জুলাই থেকে দেশে শুরু হবে বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়া। ১৮ ঊর্ধ্ব প্রত্যেক নাগরিক বুস্টার পাবেন। সেইমতো শুক্রবার থেকেই দেশের ১৮ ঊর্ধ্ব যোগ্য নাগরিকদের ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আগামী ৭৫ দিন গোটা দেশের সাথে ত্রিপুরাতেও চলবে এই প্রক্রিয়া। এদিন রাজধানীর আইজিএম হাসপাতালে এই বুস্টার ডোজ টিকাকরণ প্রক্রিয়ার উদ্ভোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সাথে ছিলেন রোগী কল্যান পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক ডাঃ দিলীপ দাস। করোনা  ত্রিপুরা রাজ্য আগের মতোই মোকাবিলা করতে পারবে বলে আশ্বাস ব্যক্ত করেছেন তিনি। তবে অবশ্যই মানুষকে সচেতন থাকার আহবান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরবর্তী খবর