সর্বশেষ সংবাদ
এবার ত্রিপুরায় আসছেন NDA শিবিরের প্রার্থী দ্রৌপদি মুর্মু

এবার ত্রিপুরায় আসছেন NDA শিবিরের প্রার্থী দ্রৌপদি মুর্মু


আগামী ১৮ই জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। দৌড়ে মূলত দুই প্রার্থী। NDA শিবিরের প্রার্থী দ্রৌপদি মুর্মু এবং বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা। দুই প্রার্থীই সমর্থন চাইতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। সেই সফরে এবার ত্রিপুরায় আসছেন NDA শিবিরের প্রার্থী দ্রৌপদি মুর্মু। জানা গেছে, মঙ্গলবার রাজ্যে আসছেন তিনি।
 

পরবর্তী খবর