১লা জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত স্বর্ণ কমল জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ বর্ষার বিশেষ সম্ভার। করোনা পরিস্থিতিতে গত ২ বছর বন্ধ থাকার পর এবছর থেকে পুনরায় স্বর্ণ ব্যবসায় ক্রেতাদের জন্য দারুন ছাড় নিয়ে এসেছে স্বর্ণকমল জুয়েলার্স। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহারের পাশাপাশি সোনার গহনার মজুরীর ক্ষেত্রে ১৫ % ছাড় এবং হীরের গহনার মজুরীতে ৭৫% ছাড় দেওয়া হচ্ছে। তাছাড়া মেগা ড্র’তে থাকবে দুটি স্কুটি। ১২ গ্রামের বেশী সোনার গয়নায় এবং হীরের গয়নার ক্ষেত্রে ২৫ হাজার টাকার বেশী কেনাকাটায় থাকছে একটি সোনার কয়েন। এক সাংবাদিক সম্মেলনে এই বিশেষ অফারের কথা জানিয়েছেন স্বর্ণকমল জুয়েলার্সের কর্মকর্তারা।