সর্বশেষ সংবাদ
ওয়ার্ল্ড নো টোবাকো ডে।

ওয়ার্ল্ড নো টোবাকো ডে।


৩১ মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হচ্ছে দিনটি। পশ্চিম জেলা ভিত্তিক অনুষ্ঠানটি হয় রাজধানীর রামঠাকুর কলেজে। কলেজের NSS, NCC এবং CMO ওয়েস্টের তত্বাবধানে হয় সচেতনতামূলক এই তামাক বিরোধী দিবস। সেখানে তামাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য আহ্বান রাখেন উপস্থিত বিশিষ্ট জনেরা।

পরবর্তী খবর