সর্বশেষ সংবাদ

"মেরি জান- মেরা সংবিধান" শীর্ষক রাজ্যস্তরীয় সংবিধান রক্ষক সম্মেলন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস।


"মেরি জান- মেরা সংবিধান" শীর্ষক রাজ্যস্তরীয় সংবিধান রক্ষক সম্মেলন কর্মসূচি হাতে নিয়েছে প্রদেশ কংগ্রেস। দেশের সংবিধান রক্ষায় কংগ্রেসের তপশিলি জাতি, তপশিলি উপজাতি ওবিসি ও সংখ্যালঘু সেলের নেতৃত্বদের নিয়ে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক প্রস্তুতি কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে গৃহিত বিভিন্ন সিদ্ধান্ত রাজ্যের সকল অংশের মানুষের কাছে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন AICC’র ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কো-অর্ডিনেটর সুব্রত বোরা। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব।

পরবর্তী খবর