ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের ডাকে বেকারদের কর্মসংস্থান ও রাজ্যের শান্তি প্রতিষ্ঠার দাবিতে বাগমা বাজার থেকে অনুষ্ঠিত হয় এক পদযাত্রা। পরে কুপিলং বাজারে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডেশনের রাজ্য সম্পাদক নবারুন দেব, বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তারা জানান জনগণের তিন দফা দাবিতে তাদের এই পদযাত্রা। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার আহ্বান জানিয়ে রাজ্যের মানুষকে এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য যুব নেতা নবারুণ দেব আহ্বান রাখেন।