ইতিহাস গড়ে প্যারিস অলিম্পিকে রুপো জিতেছেন নীরজ চোপড়া। সোনা জয়ের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই থামতে হয়েছে ভারতের সোনার ছেলে। তাও বিশ্বমঞ্চে ভারতকে ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছেন নীরজ। তার পরে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতেছেন নীরজ। সোনা জিতেছেন পাকিস্তানের আর্শাদ নাদিম। তার পরেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মোদি। তাঁর কথায়, “নীরজ নিজেই সেরার উদাহরণ। বারবার নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। আরও একবার অলিম্পিকে সফল হয়েছেন তিনি, সেই জন্য গর্বিত গোটা দেশ। রুপো জয়ের জন্য নীরজকে অনেক শুভেচ্ছা। আগামী দিনে আরও অনেক অ্যাথলিটকে অনুপ্রেরণা জোগাবে নীরজের এই সাফল্য। তারাই গর্বিত করবে দেশকে।”