১৯৪২ সালের ৯ আগস্ট বৃটিশদের শাসন থেকে দেশকে স্বাধীন করার জন্য ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আজ এই দিনে রাজধানীর গান্ধী ঘাটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে দিনটিকে স্মরণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এর আগে কংগ্রেস ভবন থেকে মিছিলের মাধ্যমে গান্ধীঘাটে যান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা।