সর্বশেষ সংবাদ
এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  দিনের প্রথম ম্যাচে  উমাকান্ত কোচিং সেন্টার কে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নিলো স্বামী বিবেকানন্দ ক্লাব।

এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  দিনের প্রথম ম্যাচে  উমাকান্ত কোচিং সেন্টার কে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নিলো স্বামী বিবেকানন্দ ক্লাব।


এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে  দিনের প্রথম ম্যাচে  উমাকান্ত কোচিং সেন্টার কে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নিলো স্বামী বিবেকানন্দ ক্লাব।  এদিনের ম্যাচ জয়ের ফলে স্বামী বিবেকানন্দ ক্লাব ৩ ম্যাচে ৬ পয়েন্ট   সংগ্রহ করে। 
দিনের দ্বিতীয় ম্যাচে এ-গ্রুপে পান্থই স্পোর্টিং সোসাইটি খেলতে নামে ঐক্যতান যুব সংস্থার বিরুদ্বে। ম্যাচে পান্থই স্পোর্টিং সোসাইটিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ঐক্যতান যুব সংস্থা।  ম্যাচে ঐক্যতান যুব সংস্থার হয়ে গোল দুটি করে  ড্যানিয়াল জমাতিয়া ও ৪৩ মিনিটে লান্সি কাইপং। অন্য দিকে পান্থই স্পোর্টিং সোসাইটি হয়ে ২৫ মিনিটে ১ টি গোল করে  গৌতম  দেববর্মা।

পরবর্তী খবর

18:34 18/Oct/2024

ভিন রাজ্যের সাথে এ রাজ্যের রেলপথে যোগাযোগ বর্তমান সময়ে অনেকটাই সহজতর। রাজ্য থেকে একাধিক দূরপাল্লার ট্রেন চলাচল করে। কিন্তু যাত্রী নিরাপত্তা কতটা সুনিশ্চিত এবং রেলের পরিকাঠামোই বা কতটা উন্নত? সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা এই প্রশ্নটাকেই জোরালো করছে। চলতি বছরের ১৭ই জুন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাগ্রস্ত হওয়ার ভয়াবহতার স্মৃতি এখনও উঁকি দেয়। গতকাল লাইনচ্যুত হয় আগরতলা থেকে মুম্বইগামী লোকমান্য তিলক এক্সপ্রেস। এছাড়াও কখনও আগরতলাগামী বা আগরতলামুখী দূরপাল্লার ট্রেন গুলিতে যান্ত্রিক গোলযোগের ঘটনার অভিযোগ হামেশাই সামনে আসে। আবার ট্রেন লক্ষ্য করে ইট ছোঁড়ার অভিযোগের ঘটনাও ঘটছে। এছাড়াও দূরপাল্লার ট্রেন গুলির কামরাগুলির পরিষ্কার - পরিচ্ছন্নতা নিয়েও যাত্রীদের অভিযোগ থাকে । স্বাভাবিকভাবেই দাবি উঠছে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যেন যাত্রী নিরাপত্তা এবং রেলের পরিকাঠামো আরও উন্নত করার দিকে গুরুত্ব দেওয়া হয়।