এিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে উমাকান্ত কোচিং সেন্টার কে ৭-০ গোলের ব্যবধানে পরাজিত করে লিগে দ্বিতীয় জয় তুলে নিলো স্বামী বিবেকানন্দ ক্লাব। এদিনের ম্যাচ জয়ের ফলে স্বামী বিবেকানন্দ ক্লাব ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে।
দিনের দ্বিতীয় ম্যাচে এ-গ্রুপে পান্থই স্পোর্টিং সোসাইটি খেলতে নামে ঐক্যতান যুব সংস্থার বিরুদ্বে। ম্যাচে পান্থই স্পোর্টিং সোসাইটিকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে ঐক্যতান যুব সংস্থা। ম্যাচে ঐক্যতান যুব সংস্থার হয়ে গোল দুটি করে ড্যানিয়াল জমাতিয়া ও ৪৩ মিনিটে লান্সি কাইপং। অন্য দিকে পান্থই স্পোর্টিং সোসাইটি হয়ে ২৫ মিনিটে ১ টি গোল করে গৌতম দেববর্মা।