টি-২০ বিশ্বকাপে সদ্য চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তার পরেই রোহিত ব্রিগেডের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, রবিবার সকালে ভারতীয় দলকে ফোন করেন তিনি। বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশেষ শুভেচ্ছা জানান। বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৩ বছরের খরা কাটিয়ে আবার বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ফাইনাল শেষ হওয়ার পরেই ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল হতেই ভারতীয় দলকে ফোন করেন তিনি। জানা গিয়েছে, সদ্য টি-২০ থেকে অবসর নেওয়া বিরাট এবং রোহিতের কেরিয়ারের জন্য তাঁদের বিশেষ শুভেচ্ছা জানান মোদি। এছাড়াও বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জশপ্রীত বুমরাহকে আলাদা করে অভিনন্দন জানান। হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব শেষ ওভারে যেভাবে ঠাণ্ডা মাথায় পারফর্ম করেছেন, সেই কথা মাথায় রেখেও কুর্নিশ জানান মোদি।