সিপিএমের দুস্কৃতিদের হামলায় মর্মান্তিক মৃত্যু হল বিজেপির পৃষ্ঠা প্রমুখ তপন কুমার ভৌমিকের। রাজধানির গুর্খাবস্তিস্থিত কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের সভাপতি ছিলেন তপন বাবু। গত ২রা মার্চ ভোট গণনার পর সিপিএমের দুর্বৃত্তরা হামলা চালায় বিজেপির বিজয় মিছিলে। এই হামলায় তপন কুমার ভৌমিক গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় জিবির ICU’তে ভর্তি ছিলেন তিনি। সোমবার সকালে মৃত্যু কোলে ঢলে পড়েন তিনি। সম্প্রতি মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিজেপির শীর্ষ নেতৃত্বরা তাকে জিবি হাসপাতালে দেখেও আসেন। তপন ভৌমিক বিজেপির শক্তি কেন্দ্রের ইনচার্জও ছিলেন। উনার মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান প্রাক্তন বিধায়ক ডাঃ দিলিপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ আরও অনেকে। উনার মৃ্ত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।