সর্বশেষ সংবাদ
কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভকে ও দাবীকে কোন গুরুত্বই দিল না সিপিএম। ১৩টি আসনের অতিরিক্ত আর ১টি আসনও ছাড়া হয়নি কংগ্রেসকে

কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভকে ও দাবীকে কোন গুরুত্বই দিল না সিপিএম। ১৩টি আসনের অতিরিক্ত আর ১টি আসনও ছাড়া হয়নি কংগ্রেসকে


কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভকে ও দাবীকে কোন গুরুত্বই দিল না সিপিএম। ১৩টি আসনের অতিরিক্ত আর ১টি আসনও ছাড়া হয়নি কংগ্রেসকে। কংগ্রেস লড়াই করবে ১৩টি আসনে, বামেরা লড়াই করবে ৪৭টি আসনে। ৪৭ ১৩ ফের্মুলাতেই রাজ্যে চূড়ান্ত হল বাম কংগ্রেস জোট।

অবশেষে চাপের রাজনীতিতে সফল হল সিপিএম। কংগ্রেসকে ১৩টি আসনের অতিরিক্ত ১টি আসনও ছাড়লো না। কংগ্রেসের ক্ষোভ বিক্ষোভের কোন মর্যাদাই দিল না সিপিএম। ক্ষমতার জন্য সিপিএমের দেওয়া ১৩টি আসন মেনে নিল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা জানিয়েছেন, বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতেই ১৩টি আসনের প্রতিদ্বন্দীতা করবে কংগ্রেস। বাদবাকী আসন গুলো থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হবে।

পরবর্তী খবর