সর্বশেষ সংবাদ
সংসদীয় রাজনীতি থেকে বিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

সংসদীয় রাজনীতি থেকে বিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার


সংসদীয় রাজনীতি থেকে বিদায় নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। কংগ্রেসকে ছাড়া হয়েছে মাত্র ১৩টি আসন। CPI ও RSP'কে একটি করে আসন দেওয়া হয়েছে। সিপিএমের নতুন মুখ ২৪ জন। মোহনপুর, আগরতলা, টাউন বড়দোয়ালী, বনমালীপুর, সূর্যমনিনগর, চড়িলাম, তেলিয়ামুড়া, মাতাবাড়ি, কমলপুর, করমছড়া, কৈলাসহর, ধর্মনগর ও পেচারথল ছাড়া হল কংগ্রেসকে। সিমনা কুমোদ দেববর্মা, বামুটিয়া নয়ন সরকার, বড়জলা সুদীপ সরকার, খয়েরপুর পবিত্র কর, রামনগর নির্দল পুরুষোত্তম রায় বর্মণ, মজলিশপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মানিক দে। মান্দাইনগর রাধাচরণ দেববর্মা, টাকারজলা শ্যামল দেববর্মা, প্রতাপগড় রামু দাস, কমলাসাগর হিরণ্ময় নারায়ন দেবনাথ, বিশালগড় থেকে পার্থপ্রতিম মজুমদার, গোলাঘাটি বৃন্দা দেববর্মা, বক্সনগর শ্যামসুল হক, নলছড় তপন দাস, সোনামুড়া শ্যামল চক্রবর্তী, ধনপুর থেকে কৌশিক চন্দ, রামচন্দ্রঘাট রঞ্জিত দেববর্মা, খোয়াই নির্মল বিশ্বাস, আশারামবাড়ি অঘুর দেববর্মা, কল্যাণপুর প্রমোদনগর মনীন্দ্র দাস, কৃষ্ণপুর স্বস্তি দেববর্মা, বাগমা নরেশ জমাতিয়া, রাধাকিশোরপুরে শ্রীকান্ত দত্ত, কাকড়াবন শালগড়া রতন কুমার ভৌমিক, রাজনগর সুধন দাস, বিলোনীয়ায় দীপঙ্কর সেন, শান্তিরবাজার সত্যজিত রিয়াং, ঋষ্যমুখে অশোক মিত্র, জোলাইবাড়ি দেবেন্দ্র ত্রিপুরা, মনু প্রভাত চৌধুরী, সাব্রুম থেকে জীতেন্দ্র চৌধুরী অম্পিনগর পরীক্ষিৎ কলই, অমরপুর পরিমল দেবনাথ, করবুক প্রিয়মনি দেববর্মা, রাইমাভ্যালী পবীন ত্রিপুরা, সুরমা অঞ্জন দাস, আমবাসা অমলেন্দু দেববর্মা, ছামনু জীবন মোহন ত্রিপুরা, পাবিয়াছড়া সমীরন মালাকার, ফটিকরায় সুব্রত দাস, চন্ডিপুর কৃষ্ণেন্দু চৌধুরী, কদমতলা কূর্তি ইসলাম উদ্দিন, বাগবাসা বিজিতা নাথ, যুবরাজনগর শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, পানিসাগর শীতল দাস, কাঞ্চনপুর রাজেন্দ্র রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পরবর্তী খবর