সর্বশেষ সংবাদ
বাম - কংগ্রেস জোট চূড়ান্তের পথে

বাম - কংগ্রেস জোট চূড়ান্তের পথে


কংগ্রেস সিপিএম জোটের ছাড়পত্র দিতে রাজ্যে এলেন দীপাদাস মুনসি। হিমাচল প্রদেশে সফল হবার পর ত্রিপুরার নির্বাচনে পাঠানো হয়েছে তাকে। তিনি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান। রাজ্যে এসেই দফায় দফায় বৈঠক করেন কংগ্রেসের নেতাদের সাথে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিপিএমের সাথে সমঝোতাই তার কোন আপত্তি নেই। তার সবুজ সঙ্কেত পাওয়ার পরই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ এই ব্যাপারে প্রকাশ্যেই মুখ খুলেছেন। তিনি বলেছেন, সিপিএমের সাথে যাতে আর কোন দিন সংঘাত না হয়, তার জন্যই কংগ্রেস সিপিএমের জোট প্রয়োজন। যদিও ত্রিপুরায় এই জোট নিয়ে দ্বিধাবিভক্ত কংগ্রেস নেতারাই। একটি অংশ সিপিএমের সাথে জোটের বিরোধীতা করছে। এদিকে সিপিএমের জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে রাজ্যে আসছেন সীতারাম ইয়েচুরি। রাজ্য কমিটির সদস্যদের মতামত নেবেন তিনি। পলিটব্যুরো সদস্য মানিক সরকার ত্রিপুরায় কংগ্রেসের সাথে জোটের তেমন বিরোধীতা করেননি। বলেছেন, বামফ্রন্টের মধ্যে জোট রয়েছে। এরপরও যদি কোন ধর্মনিরপেক্ষ শক্তি জোট করতে চায় তাহলে তাদের আপত্তি নেই। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের ধাঁচে ত্রিপুরাতেও বাম কংগ্রেসের জোটের চূড়ান্ত রূপ পেতে চলেছে। আগামী মাসেই ত্রিপুরা বিধানসভা নির্বাচন। সব দলই প্রার্থী বাছাই শুরু করে দিয়েছেন। ত্রিপুরায় প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে জানিয়েছেন প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। তিনি জানিয়েছেন, জোট নিয়ে তিপ্রামথার সাথে আলোচনা চলছে।

পরবর্তী খবর