সর্বশেষ সংবাদ
সোমবার রাতে বিশালগড় চৌমুহনীতে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইক চালক সহ এক শিশু।

সোমবার রাতে বিশালগড় চৌমুহনীতে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইক চালক সহ এক শিশু।


সোমবার রাতে বিশালগড় চৌমুহনীতে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন বাইক চালক সহ এক শিশু। আহত বাইক চালকের নাম বিকাশ দাস। ঘটনায় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয় রাস্তার পাশে থাকা দুটি বাইক। এদিন রাতে একটি বাইক দ্রুত গতিতে অফিসটিলা থেকে বিশালগড় নিচের বাজারের দিকে যাওয়ার সময় বিশালগড়  চৌমুহনীতে আসা মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাগ্রস্ত বাইকটি ছিটকে গিয়ে রাস্তার পাশে থাকা অপর দুটি বাইক সহ এক শিশুকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে খবর দেয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত বাইক চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অপরদিকে আহত শিশুটিকে তার পরিবারের সদস্যরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।  

পরবর্তী খবর