সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী হওয়ার পরই বেতার সম্প্রচারের প্রতি দৃষ্টিপাত করেছিলেন নরেন্দ্র মোদী। সরাসরি দেশবাসীর সঙ্গে মত বিনিময় করতে চালু করেছিলেন ‘মন কি বাত’।

প্রধানমন্ত্রী হওয়ার পরই বেতার সম্প্রচারের প্রতি দৃষ্টিপাত করেছিলেন নরেন্দ্র মোদী। সরাসরি দেশবাসীর সঙ্গে মত বিনিময় করতে চালু করেছিলেন ‘মন কি বাত’।


প্রধানমন্ত্রী হওয়ার পরই বেতার সম্প্রচারের প্রতি দৃষ্টিপাত করেছিলেন নরেন্দ্র মোদী। সরাসরি দেশবাসীর সঙ্গে মত বিনিময় করতে চালু করেছিলেন ‘মন কি বাত’। এবার বেতার সংযোগ আরও সম্প্রসারিত করতে 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, প্রত্যন্ত জেলা সহ সীমান্ত এলাকাতেও বেতার সংযোগ বাড়াতে ও অল ইন্ডিয়া এফএম পরিষেবা দিতে শুক্রবার মোট ৮৫টি জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ।এর ফলে আরও প্রায় ৩৫ হাজার বর্গকিলোমিটার এলাকার অতিরিক্ত ২ কোটি মানুষ বেতারের সঙ্গে সংযুক্ত হলেন। এদিন ৮৫টি জেলায় 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, “আজকের দিনে অল ইন্ডিয়া রেডিওর এফএম পরিষেবা অল ইন্ডিয়া এফএম হওয়ার ক্ষেত্রে এক বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশের ৮৫টি জেলায় অল ইন্ডিয়া এফএম-এর 91 FM ট্রান্সমিটারের উদ্বোধন ২ কোটি মানুষের কাছে উপহার স্বরূপ।”

পরবর্তী খবর