সর্বশেষ সংবাদ
 আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলির প্রতিক্রিয়া জানতে চাইল আদালত।

আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলির প্রতিক্রিয়া জানতে চাইল আদালত।


গণপিটুনির শিকারদের জন্য অভিন্ন এবং ন্যায্য ক্ষতিপূরণের বিষয়ে একটি নীতি নির্ধারণের আবেদন করে সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা দায়ের করেছে ইন্ডিয়ান মুসলিমস ফর প্রোগ্রেস অ্যান্ড রিফর্মস সংগঠন। শুক্রবার এই আবেদনের প্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য সরকার গুলির প্রতিক্রিয়া জানতে চাইল আদালত। বিচারপতি কেএম জোসেফ এবং বিভি নাগারত্নর এক বেঞ্চ এই নোটিস জারি করেছে। ছয় সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে তাদের জবাব দাখিল করতে হবে। আবেদনকারীদের দাবি হেট ক্রাইন বা ঘৃণামূলক অপরাধ এবং গণপিটুনির শিকারদের এক্স গ্রাসিয়া দেওয়ার বিষয়ে রাজ্য সরকার গুলির বর্তমান দৃষ্টিভঙ্গি, ‘খামখেয়ালি, বৈষম্যমূলক, স্বেচ্ছাচারী, অপ্রতুল এবং অসঙ্গতিপূর্ণ’।

পরবর্তী খবর