সর্বশেষ সংবাদ
দক্ষিণ পাহাড়পুর দ্বাদশ বিদ্যালয়ের মাঠে সিভিক একশান প্রোগ্রামের অঙ্গ হিসেবে স্বাস্থ্য  শিবিরের আয়োজন করা হয়।

দক্ষিণ পাহাড়পুর দ্বাদশ বিদ্যালয়ের মাঠে সিভিক একশান প্রোগ্রামের অঙ্গ হিসেবে স্বাস্থ্য  শিবিরের আয়োজন করা হয়।


শনিবার সোনামুড়া মহকুমার শাল পুকুর ক্যাম্পের অন্তর্গত দক্ষিণ পাহাড়পুর দ্বাদশ বিদ্যালয়ের মাঠে সিভিক একশান প্রোগ্রামের অঙ্গ হিসেবে স্বাস্থ্য  শিবিরের আয়োজন করা হয়। বি এস এফের ১৩৩ নং বাহিনীর উদ্যোগে হয় এই স্বাস্থ্য শিবির। অনুষ্ঠানে সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে উপস্থিত  ছিলেন সি ও কে ভি গিরি, কম্পানি কমান্ডেন্ট এন এস কোটিয়াল সহ অন্যান্যরা। এদিন আয়োজিত স্বাস্হ্য শিবিরে কাঠালিয়া ব্লকের অন্তর্গত যাত্রাপুর, বাঁশপুকুর, দক্ষিণ এবং উত্তর মহেশপুর পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষ অংশ নেয়। শিবিরে রোগীদের চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সীমান্ত সুরক্ষা বাহিনীর এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বাবুল দাস।

পরবর্তী খবর