সর্বশেষ সংবাদ
বিদেশি আইনজীবীদেরও ভারতের আদালতে প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হবে

বিদেশি আইনজীবীদেরও ভারতের আদালতে প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হবে


এখন থেকে বিদেশি আইনজীবীদেরও ভারতের আদালতে প্র্যাকটিস করার অনুমতি দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত নিল বার কাউন্সিল অফ ইন্ডয়া। শুধু আইনজীবী নয়, বিদেশি আইন সংস্থাগুলিও ভারতীয় আদালতের প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। যত তাড়াতাড়ি সম্ভব নয়া নিয়ম চালু করতে চলেছে বার কাউন্সিল। বিদেশের আইনজীবী মহল যেন ভারতীয় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারে, সেই উদারীকরণের মানসিকতা থেকেই বিদেশি আইনজীবীদেরও ভারতের আদালতে প্র্যাকটিস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ছে বার কাউন্সিল। তবে এখনই সমস্ত ক্ষেত্রে মামলা লড়ার সুযোগ পাবেন না বিদেশি আইনজীবীরা। শুধুমাত্র আন্তর্জাতিক আইন ও বিদেশি আইনের আওতায় থাকা মামলা গুলির সঙ্গে তাঁরা যুক্ত থাকতে পারেন।

পরবর্তী খবর