সর্বশেষ সংবাদ
রাত দিন সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে পাহাড়া দিলেও পাচার বাণিজ্য এবং মানব পাচার প্রক্রিয়া সীমান্ত দিয়ে  অব্যাহত রয়েছে

রাত দিন সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে পাহাড়া দিলেও পাচার বাণিজ্য এবং মানব পাচার প্রক্রিয়া সীমান্ত দিয়ে  অব্যাহত রয়েছে


 রাত দিন সীমান্ত রক্ষী বাহিনী সীমান্তে পাহাড়া দিলেও পাচার বাণিজ্য এবং মানব পাচার প্রক্রিয়া সীমান্ত দিয়ে  অব্যাহত রয়েছে। কঠোর নিরাপত্তার  মধ্যেও সক্রিয় আদম বেপারীরা এবং চোরা কারবারিরা। এই ধরনের অবৈধ ব্যবসা বিলোনিয়া মহকুমার রাঙ্গামূড়া থেকে গৌরাঙ্গ বাজার হয়ে রাজনগর, বিলোনিয়া শহরে থেকে ঋষ্যমুখের মতাই, দেবীপুর, হরিপুর, নলুয়া সহ বিস্তীর্ণ এলাকায় চলছে রমরমা ভাবে। অথচ পুলিশ প্রশাসন নীরব দর্শক। সম্প্রতি আসাম পুলিশ আদম বেপারি চক্রের এক পান্ডা দীপাঞ্জন বৈদ্যকে ঋষ্যমুখ এলাকার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপরই নড়ে চড়ে বসে বিলোনিয়া পুলিশ প্রশাসন। এরপর বুধবার রাতে বিলোনিয়া থানার পুলিশ  মুহুরী ঘাট চেকপোস্ট সংলগ্ন বর্ডার এলাকা থেকে মানব পাচারকারী সন্দেহে সমর দাস (৫২) এবং মহাদেব দাস (৩৬) নামে দুইজনকে বাড়ি থেকে তুলে নিয়ে আসে থানায়। এবিষয়ে বিলোনিয়া থানার পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গিয়েছে।

পরবর্তী খবর