সর্বশেষ সংবাদ
বুধবার শান্তিরবাজারের বীরচন্দ্রনগর বাজারে শহীদ দুলাল দেবনাথের স্মরণ সভায় অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব

বুধবার শান্তিরবাজারের বীরচন্দ্রনগর বাজারে শহীদ দুলাল দেবনাথের স্মরণ সভায় অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব


বুধবার শান্তিরবাজারের বীরচন্দ্রনগর বাজারে শহীদ দুলাল দেবনাথের স্মরণ সভায় অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী  তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। বিশাল সংখ্যায় নারী পুরুষ এই সাঙ্ঘঠনিক সভায় অংশ গ্রহন করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন একসময় কমিউনিস্ট মদতপুষ্ট সন্ত্রাসের আতুর ঘর বলে আখ্যায়িত দক্ষিণ জেলায় বর্তমানে সার্বিক উন্নয়ন রূপায়িত হচ্ছে। বিগত দিনে অত্যাচার ও রাজনৈতিক নৃশংসতার দিনগুলি না ভুলে, এই অঞ্চলের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষদের সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন। গনতান্ত্রিক পন্থায় পুনরায় সঙ্গবদ্ধ ভাবে এর মোক্ষম জবাব দিতে হবে।  দুর্নীতি, অপশাসন ও রাজনৈতিক প্রতি হিংসার জন্য পরিচিত ত্রিপুরা বর্তমানে সদর্থক মানসিকতা ও সংকীর্ণতার উর্দ্ধে উঠে সমস্ত সুবিধা বন্টনের ফলশ্রুতিতে জাতি জনজাতির সর্বাঙ্গীন উন্নয়নের নিরিখে গোটা দেশে পরিচিত। তিনি বলেন বীরচন্দ্রনগর বাজারে সাংগঠনিক কর্মসূচিতে বড় মাত্রায় মহিলাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা প্রমাণিত করে, আসন্ন দিনগুলিতেও জনগন বিভ্রান্তকারীদের গণতান্ত্রিক পন্থায় সমীচীন জবাব দেবেন।

পরবর্তী খবর