সর্বশেষ সংবাদ
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর সাক্ষাৎ বিপ্লবের । ২৫ শে রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এর সাক্ষাৎ বিপ্লবের । ২৫ শে রাজ্য সফরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ।


দিল্লীতে সফররত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার দেখা করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর সাথে । রাজ্যের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে ।  আগামী ২৫ আগস্ট তিন দিনের রাজ্য সফরে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ।  এদিকে বুধবার দিল্লীতে বিজেপির সর্ব ভারতীয়  সভাপতি জে পি নাড্ডার সাথে দেখা করেন বিপ্লব কুমার দেব । দলীয় সংগঠন ও রাজ্য রাজনীতির বিষয়ে আলোচনা হয়। উল্লেখ্য এর আগেও দিল্লীতে বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে দেখা করেন বিপ্লব কুমার দেব । ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পরেও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিপ্লব কুমার দেবের গুরুত্ব যে সমান ভাবে আগের মতোই রয়ে গেছে বলে অভিমত পর্যবেক্ষক মহলের ।  বিপ্লব কুমার দেবের প্রায় ৪ বছর ২ মাসের মুখ্যমন্ত্রীত্বের সময়কালে ত্রিপুরায়  প্রভূত উন্নয়ন হয়েছে। করোনা মোকাবিলায় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে রাজ্য সরকার অসাধারণ কাজ করেছে। এবং সেই কাজ নানা মহল থেকে প্রশংসা কুড়িয়েছে। ২০১৮ সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক সাফল্যের কথা মাথায় রেখে ২৩ এর নির্বাচনেও ক্ষমতা ধরে রাখতে বদ্ধ পরিকর বিজেপি  কেন্দ্রীয় নেতৃত্ব ।  বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তা এবং অভিজ্ঞতাকে  মাথায় রেখে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ২০২৩ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের রণকৌশল  তৈরি করবেন বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল । 

পরবর্তী খবর