সর্বশেষ সংবাদ
প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হয়: প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হয়: প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী


প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হয়: প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী

প্রাণী সম্পদ পালনের মধ্যদিয়ে রাজ্যের গ্রামীণ অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হয়। 

এতে গ্রামীণ এলাকার মানুষ আত্মনির্ভর হয়ে উঠেন। 

পাশাপাশি রাজ্যে ডিম, দুধ এবং মাংস উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠে। 

এজন্য সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে কাজ করছে রাজ্য সরকার।

ধর্মনগরে উন্নত প্রজাতির গরু বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে একথাগুলি বলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস। 

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন, কম সময়ের মধ্যে রোজগারের অন্যতম ক্ষেত্র প্রাণী পালন। 

প্রাণী পালনের মাধ্যমে রাজ্যে হাজার হাজার পরিবারকে রোজগারের সাথে যুক্ত করা গেছে। 

মন্ত্রী শ্রীদাস বলেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের যে স্বপ্ন ঘরে ঘরে রোজগার দেওয়া। প্রাণী পালনের মাধ্যমেই ঘরে ঘরে রোজগার দেওয়া সম্ভব। 

তিনি বলেন, রাজ্যের গ্রামীণ এলাকার মানুষকে প্রাণী পালনের মাধ্যমে স্বনির্ভর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পরবর্তী খবর