রোমান স্ক্রিপ্টের দাবিতে পুনরায় বৃহস্পতিবার মহাকরনের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো টিএসএফ। বিধানসভায় তাদের এই দাবি কেন উত্থাপন করা হচ্ছে না,তা নিয়েই বিক্ষোভ টি এস এফের। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে তাদের অরুন্ধুতি নগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। টি এস এফের একটাই দাবি, যতক্ষন না পর্যন্ত তাদের এই দাবি পূরণ না হবে, ততদিন পর্যন্ত টি এস এফ তাদের বিক্ষোভ চালিয়ে যাবেন।