ফের ভয়ংকর দুর্ঘটনা আগরতলা বিজয় কুমার চৌমুহনিস্থিত এলাকায়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু সহ অল্প বিস্তর আহত স্ত্রী ও স্বামী। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ আসার পূর্বেই অপর গাড়িতে থাকা চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে গেল। বরাত ভালো, ছোট্ট শিশুটির কিছুই হয়নি। দুর্ঘটনার পর আহত স্বামী,স্ত্রী শিশুটির জন্য কান্নায় ভেঙে পড়লেন।