সর্বশেষ সংবাদ
সাব্রুমে বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে একটি নতুন পালক যুক্ত হলো।

সাব্রুমে বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে একটি নতুন পালক যুক্ত হলো।


সাব্রুমে বিদ্যুতের পরিকাঠামো উন্নয়নে একটি নতুন পালক যুক্ত হলো।বৃহস্পতিবার দুপুরে সাব্রুম মহকুমা বিদ্যুৎ ষ্টেশনে  ১৩২ কেবি লাইনের বিদ্যুৎ সংযোগ কার্যকরী হল। এর আগে এই  স্টেশনটি ৬৬ কেবিতে ছিল।মূলত ১৩২ কেবি সাব্রুম-  সাতচাঁদ ট্রান্সমিশন লাইনে সাব্রুম প্রান্তে নতুন আন্ত:  সংযোগ লাইনটির চার্জিং হলো এদিন দুপুরে। এই কাজটি নর্থ ইস্টার্ন পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট এর অধীনে হয়েছে। ত্রিপুরা স্টেট ইলেকট্রিক কর্পোরেশন লিমিটেড ও পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া এই কাজটির তদারকি করছে। ১৩২ কেবি সাব্রুম স্টেশন থেকে সাব্রুম শহর ও তৎসংলগ্ন এলাকায়, মনুঘাট ও মনুবনকুলে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

পরবর্তী খবর