সর্বশেষ সংবাদ
কমিউনিস্টরা  বিনাশের মূল কান্ডারী। মাওবাদী কমিউনিস্টদের আবিষ্কার।

কমিউনিস্টরা  বিনাশের মূল কান্ডারী। মাওবাদী কমিউনিস্টদের আবিষ্কার।


" কমিউনিস্টরা  বিনাশের মূল কান্ডারী। মাওবাদী কমিউনিস্টদের আবিষ্কার। ত্রিপুরায় কমিউনিস্টরা উগ্রপন্থী তৈরি করে পরে আত্মসমর্পণ করাতো।  কমিউনিস্টদের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। চাকমাঘাটে পৌষ সংক্রান্তি মেলায় উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন বিপ্লব কুমার দেব। কমিউনিস্টদের বিরুদ্ধে  চাঁচাছোলা ভাষায় নিশানা করে সাংসদ বিপ্লব কুমার দেব আরও অভিযোগ করেন,   " কমিউনিস্টরা এ রাজ্যের জনজাতিদের জন্য কিছুই করেনি। জনজাতিদের বরবাদ করার সমস্ত রাস্তা কমিউনিস্টরা তৈরি করেছে।"

পরবর্তী খবর