সর্বশেষ সংবাদ
কৃষি মন্ত্রী রতন লাল নাথ গতকাল কিল্লা ব্লকের উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করেন।

কৃষি মন্ত্রী রতন লাল নাথ গতকাল কিল্লা ব্লকের উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করেন।


কৃষি মন্ত্রী রতন লাল নাথ গতকাল কিল্লা ব্লকের উত্তর বড়মুড়ায় রাজ্যভিত্তিক কমলা উৎসবের উদ্বোধন করেন। কৃষি মন্ত্রী বলেন, কমলা চাষীদের কমলা চাষে আরও উৎসাহিত করতে রাজ্য সরকার বিভিন্নভাবে সাহায্য করবে। রাজ্যে কমলা চাষ কিভাবে আরও বাড়ানো যায় সে বিষয়ে উদ্যোগ নেবার জন্য কৃষি মন্ত্রী উদ্যান বিভাগের অধিকারিকদের পরামর্শ দেন। এই কমলা উৎসবে তিন শতাধিক কমলা চাষী অংশগ্রহণ করেছে। এর মধ্যে দশ জন কমলা চাষীকে নানা সামগ্রী ও উন্নত যন্ত্রপাতি প্রদান করা হয়। এই উৎসবে শ্রেষ্ঠ কমলা চাষীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বিধায়ক রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস, জিতেন্দ্র মজুমদার  অভিষেক দেবরায়, এডিসি-র মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জামাতিয়া প্রমুখ।

পরবর্তী খবর