গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সকালবেলায় যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে ২৫ জন জোয়ান অভিযান চালায় থানা এলাকার নিদয়া পঞ্চায়েতর তৃষ্ণা অভয়ারণে সংরক্ষিত বনাঞ্চলে। সেখানে পাঁচটি গাজা বাগানের প্লট কেটে ধংস করে দিল পুলিশ টিএসআর বাহিনীর জোয়ানরা। ওসি সুব্রত দেবনাথ জানিয়েছেন এই ধরনের অভিযান জারি থাকবে।