খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং-বদরপুর অংশে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় ৪-৫ কিলোমিটার বিস্তৃত রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় সারাইয়ের কাজ চালিয়েছে। আগামী ১৩ নভেম্বর থেকে রেললাইনের ওই অংশে পুনরায় পণ্য পরিবহণ পরিষেবা চালু করা সম্ভব হবে বলে তিনি জানিয়েছেন। এরফলে বিগত কিছুদিন যাবৎ পেট্রোপণ্য সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহিঃরাজ্য থেকে রেলপথে রাজ্যে আমদানী বন্ধ রয়েছে। তিনি আরো বলেন জনসাধারণ যেন পেট্রোলের এই সংকটকালীন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পেট্রোপণ্য ক্রয় করা থেকে বিরত থাকেন। পাশাপাশি কালোবাজারী যাতে না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি দপ্তর ও পেট্রোল পাম্প মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।