রাজ্যের শিক্ষা দপ্তরের সহায়তায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে আগরতলা নোয়াগাঁও কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয়টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হলো। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার ফলক উন্মোচন করে তার আনুষ্ঠানিক সূচনা করেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো নিগমের ৮ নং ওয়ার্ডের মেয়র ইন কাউন্সিলর শম্পা সেন সরকার, আগরতলা পুরো নিগমের নর্থ জোনের চেয়ারম্যান প্রদীপ চন্দ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী দেববর্মা সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী। অনুষ্ঠানে মেয়র বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্রমাগত উন্নতি হচ্ছে। পরিকাঠামো সহ শিক্ষার গুণগত মান উন্নয়নে রাজ্য সরকার প্রয়াস চালিয়ে যাচ্ছে। স্কুলটি দ্বাদশ শ্রেণীতে উন্নত হওয়ায় এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। দ্বাদশ শ্রেণীতে উন্নীত হওয়ার ক্ষেত্রে আগরতলা পৌরনিগমের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলারে উদ্যোগের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে চলতি শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীর কলা বিভাগে ভর্তি হওয়া স্কুলের ৩৪ জন ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করা হয়।