পারস্পরিক সৌহার্দ্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহাকে উপহার স্বরূপ আম, ইলিশ মাছ এবং রসগোল্লা পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা সম্প্রতি রাজ্যের ঐতিহ্য কুইন আনারস বাঙ্গলাদেশে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগরতলা-আখাউড়া সমন্বিত চেকপোস্টের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে ৪০০ কেজি হাড়িভাঙ্গা জাতের আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা উপহার দেন। এদিন আখাউড়া চেকপোস্টে এই উপহার বাংলাদেশের পক্ষে আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার রেজাউল হক চৌধুরী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন। তিনি বলেন, ত্রিপুরার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে বাংলাদেশ সরকার। আগামী দিনে, ত্রিপুরার সাথে উভয় দেশই এই সম্পর্ককে আরও উন্নত ও শক্তিশালী করবে।