সর্বশেষ সংবাদ
বংশীবাড়ি বেলমুড়া এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ২২০০০ গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ।

বংশীবাড়ি বেলমুড়া এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ২২০০০ গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ।


বংশীবাড়ি বেলমুড়া এলাকায় সরকারি ভূমিতে একাধিক প্লটে অভিযান চালিয়ে ২২০০০ গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করলো বিশালগড় থানার পুলিশ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযানে ছিলেন বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন সহ সিআরপিএফ, টিএসআর, এসপিও জোওয়ান সহ ৬৫ জন পুলিশ কর্মী। গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানা পুলিশের এই অভিযান। জানাযায় গাঁজা কারবারিরা প্রত্যেক শীতের মৌসুমে গভীর থেকে গভীর জঙ্গলে সরকারি ভূমি দখল করে এই গাঁজা বাগান গুলি তৈরি করেন। আর পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বংশীবাড়ি বেলমুড়া এলাকায় অভিযান চালিয়ে ২২০০০ গাঁজা গাছ ধ্বংস করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। তবে আরও অনেক গাঁজা বাগান রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু ধ্বংস করে দেবে পুলিশ।

পরবর্তী খবর