সর্বশেষ সংবাদ
কৈলাসহরের ঊনকোটি জেলাশাসকের অফিসের হলঘরে এক অনুস্টানের মাধ্যমে

কৈলাসহরের ঊনকোটি জেলাশাসকের অফিসের হলঘরে এক অনুস্টানের মাধ্যমে "সুরক্ষিত ইন্টারনেট দিবস" পালিত হয়েছে।


কৈলাসহরের ঊনকোটি জেলাশাসকের অফিসের হলঘরে এক অনুস্টানের মাধ্যমে "সুরক্ষিত ইন্টারনেট দিবস" পালিত হয়েছে। এব্যাপারে জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, প্রতিবছরের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের মংগলবারে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কিভাবে সরকারি অফিসে ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং সাইবার ক্রাইম থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত থাকতে হবে এসব বিষয়ের উপর হাতেকলমে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বহি:রাজ্য থেকে প্রশিক্ষকদের এনে এই প্রশিক্ষন দেওয়া হয়েছে।

পরবর্তী খবর