সর্বশেষ সংবাদ
আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন।

আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন।


আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাঁর জন্মদিন কে স্মরণ রেখে প্রতিবছর ১২ই জানুয়ারি পালিত হয় যুব দিবস। বিবেকানন্দের উত্তরাধিকারকে সম্মান জানাতে এবং তরুণদের তার পদাঙ্ক অনুসরণ করতে উত্সাহিত করার জন্য জাতীয় যুব দিবস পালন করা হয়। দিনটি সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। রামকৃষ্ণ মিশন বিবেক নগরের উদ্যোগে শিশু উদ্যানের বিবেক উদ্যানে স্বামী বিবেকানন্দের জন্মদিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এদিন বিবেকজ্যোতি প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। পরবর্তীতে বিবেকানন্দের মর্মর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মেয়র সহ রামকৃষ্ণ মিশন বিবেকনগরের সেক্রেটারি স্বামী শুভকারানন্দ মহারাজ প্রাক্তন বিচারপতি স্বপন দাস সহ অন্যান্যরা। পরবর্তীতে বিবেকানন্দের জীবন নিয়ে আলোচনা করেন বক্তারা।

পরবর্তী খবর