সর্বশেষ সংবাদ
তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে চার অবৈধ বাংলাদেশিসহ একজন ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানা।

তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে চার অবৈধ বাংলাদেশিসহ একজন ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানা।


তেলিয়ামুড়া রেলস্টেশন থেকে চার অবৈধ বাংলাদেশিসহ একজন ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে তেলিয়ামুড়া থানা। শুক্রবার গভীর রাতে এদেরকে গ্রেফতার করা হয়। পুলিশি জিজ্ঞাসা বাদে জানা গেছে
ধৃতদের নাম মঈন উদ্দিন মিয়া, রিমন মিয়া, রহিম আহমেদ, সুমন মিয়া এবং আমির উদ্দিন।তাদেরকে খোয়াই জেলা আদালতের সোপর্দ করা হয়েছে। এরা কিভাবে এবং কি উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় ঢুকেছে তার তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশের ধারণা ধৃত ভারতীয় টাউট একই রকমভাবে আরো অনেক জনকেই ত্রিপুরায় এনেছে এবং দেশের বিভিন্ন রাজ্যে পাচার করেছে।

পরবর্তী খবর