আগষ্ট মাসের বন্যার প্রবল জলস্রোতে ক্ষতির সন্মুখিন হয়েছে কৃষকরা। শান্তিরবাজার মহকুমার অধিকাংশ লোকজন কৃষিকাজের উপর নির্ভরশীল। বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনরায় ধান উৎপাদনে সাহায্যের হাত বারিয়ে দিয়েছে বগাফা কৃষি দপ্তর ও জোলাইবাড়ী কৃষি দপ্তর। বগাফা কৃষি দপ্তরের তত্ববধায়ক রাজীব সেন ও জোলাইবাড়ী কৃষি দপ্তরের তত্বাবধায়ক শ্রীদাম দাস প্রতিনিয়ত কৃষকদের পাশে থেকে হাইব্রীড ধান উৎপাদনে সাহায্যের হাত বারিয়ে দিয়েছে। বন্যার পরবর্তী সময় কৃষকদের আয় দ্বীগুন করতে ও ধানের উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষিদপ্তরের উদ্দ্যেগে সকল কৃষকদের হাইব্রীড ধানের বীজ প্রদান করা হয়েছে। বর্তমান সময়ে প্রায় ৭০ দিনে ধান উৎপাদনে ব্যাপক সারা পেয়েছে কৃষকরা। এই ধান উৎপাদনের বিভিন্ন দিকগুলি পরিদর্শনে ও কৃষকদের সঙ্গে মতবিনিময়ে কৃষকদের মাঠে গিয়ে ধান উৎপাদনের কাজ পরিদর্শন করেন কৃষি দপ্তরের ডাইরেক্টার সরদিন্দু দাস। তিনি জানান এইবছর বন্যার পরে সারা রাজ্যে ১০ হাজার হেক্টর হাইব্রীড ধান চাষের টার্গেট নেওয়া হয়েছে।