হাতেগোনা মাত্র পাঁচজন নেতা নিয়ে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড স্থিত সিপিআইএম দলীয় কার্যালয় দুর্গাদাস শিকদার স্মৃতি ভবনের সামনে উদযাপন করা হয় নভেম্বর বিপ্লব দিবস। উপস্থিত ছিলেন সিপিআইএম জম্পুইজলা এলাকার নেতৃত্ব তরনী দেববর্মা, ছিলেন সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সদস্য সুনীল দেববর্মা সহ অন্যান্যরা। দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আকারে নভেম্বর বিপ্লব দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন সিপিআইএম নেতা সুনীল দেববর্মা। একসময়ের দুর্দণ্ড প্রতাপ সিপিএম দলের এহেন অবস্থায় পার্টির অন্দরেই নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।