আজ নভেম্বর বিপ্লব দিবসের ১০৮ তম বর্ষ। সোভিয়েত ইউনিয়নই আজ নেই। ভেঙ্গে খানখান হয়ে গেছে। সোভিয়েত ইউনিয়ন আজ সমাজতান্ত্রিক রাষ্ট্র নয়। তবুও বামপন্থীরা সমাজতন্ত্রের স্লোগান দিয়ে পালন করে চলেছে নভেম্বর বিপ্লব দিবস। আজ সিপিআইএম সদর দপ্তরে মহান নভেম্বর বিপ্লবের স্রষ্টা লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী। তাছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। পরবর্তীতে নভেম্বর বিপ্লবের তাৎপর্য ও বর্তমানে এই দিনটির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী।