ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ও টাটা স্ট্রাইভ এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে হসপিটালিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অফ এক্সিলেন্স স্থাপনের জন্য একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। আজ রাজধানীর একটি বেসরকারী হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মৌ স্বাক্ষরিত হয়। আসামের পর ত্রিপুরায় টাটা স্ট্রাইভ এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড হসপিটালিটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে যাচ্ছে এডিসির সদর দপ্তর খুমুলুং এ। যেখানে প্রতি বছর আড়াইশো জন ছাত্র-ছাত্রী রেসিডেন্সিয়াল স্কুলে থেকে শিক্ষা নিতে পারবেন। পাশাপাশি ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা এখানে ভর্তি হতে পারবে। আগামী চার থেকে পাঁচ মাসের ভেতর শুরু হবে এই প্রতিষ্ঠানের পঠন পাঠন এবং প্রশিক্ষন। শেষে তাদের টাটা স্ট্রাইভ সার্টিফিকেট প্রদান করবে এই প্রতিষ্ঠান। পাশাপাশি টাটা স্ট্রাইভের বিভিন্ন হোটেলে কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে। এদিনের এই মৌসাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ কৃতি দেবী সিং, এডিসির সিইএম পূর্ণচন্দ্র জমাতিয়া, মন্ত্রী বিশ্ব কেতু দেববর্মা সহ টাটা স্ট্রাইভের কর্মকর্তারা।