বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার সকালে থেকে সংহতি পদযাত্রা বের হয়। বিশ্রামগঞ্জ ইটভাট্টা থেকে পদযাত্রাটি শুরু হয়। কংগ্রেসের সংহতি পদযাত্রাটি বিশ্রামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে নাথুং বাজার হয়ে বিভিন্ন এলাকা পরীক্রম করে বাঁশতলিতে গিয়ে পথযাত্রাটি সমাপ্তি হয়। এদিনের সংহতি পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, বিশালগড় ব্লক কংগ্রেস সভাপতি দিলীপ চক্রবর্তী, বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, সোনামুড়া ব্লক কংগ্রেস সভাপতি সহ জেলার কংগ্রেস কর্মীরা।