শাসকদলের নেতার পোল্ট্রি ফার্ম বন্ধ করার দাবিতে পদ্মনগর এলাকায় আগরতলা সোনামুড়া সড়ক অবরোধ করলো এলাকার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। সড়ক অবরোধের ফলে উভয়দিকে আটকে পড়ে বহু যান। জানা যায় পদ্মনগর এলাকায় শাসকদলের নেতা স্বপন দেবনাথের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী একাধিকবার এই পোল্ট্রি ফার্ম বন্ধ করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন। তখন সোনামুড়া মহকুমা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এই পোল্ট্রি ফার্ম বন্ধ করতে স্বপন দেবনাথকে নোটিশ দেয়। প্রশাসনের সেই নোটিশকে বৃদ্ধাঙ্গুল দেখে প্রতিনিয়ত ব্যবসা চালিয়ে যাচ্ছে শাসক দলীয় নেতা স্বপন দেবনাথ। বাধ্য হয়ে পুনরায় সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মনগর এলাকায় সোনামুরা আগরতলা সড়ক অবরোধ করে এলাকাবাসী।