সর্বশেষ সংবাদ
জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারী তথা গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া।

জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারী তথা গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া।

জনতার সহযোগিতায় পুলিশের জালে আটক কুখ্যাত ড্রাগস কারবারী তথা গণধর্ষণ মামলার অভিযুক্ত গনি মিয়া। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। অভিযোগ, দীর্ঘদিন ধরেই চাকমাঘাট এলাকায় নিজের নেশার সাম্রাজ্য বিস্তার করে মরণ নেশা ড্রাগসের ব্যবসা চালাচ্ছিল কুখ্যাত এই গনি মিয়া। অতীতেও পুলিশ বহুবার অভিযান চালিয়ে মরণ নেশা ড্রাগস সহ এই গনি মিয়া'কে জালে তুলেছিল। চাকমাঘাট এলাকায় মরণ নেশা ড্রাগসের এই রমরমা প্রত্যক্ষ করতে পেরে এলাকার সচেতন জনগণ সোমবার সঙ্ঘবদ্ধ ভাবে ড্রাগস কারবারি গনি মিয়ার চাকমাঘাট স্থিত বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে গনি মিয়া'কে এলাকার লোকজন আটক করে উত্তম মাধ্যম দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে এই ঘটনার খবর পাঠায়। তৎসঙ্গে ড্রাগসের নেশার সঙ্গে জড়িত আরো তিন যুবককেও আটক করে এলাকার লোকজন। তেলিয়ামুড়া থানার ওসি জানায় গনি মিয়া সহ হিরো দেববর্মা, বয়ার দেববর্মা, ইসুহা মারাক নামে আরো তিন ড্রাগসের নেশার সঙ্গে জড়িত যুবকদের কেও আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে পুলিশ। উল্লেখ্য তেলিয়ামুড়া মহকুমার এক যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ রয়েছে এই কুখ্যাত ড্রাগস কারবারি গনি মিয়ার বিরুদ্ধে।

পরবর্তী খবর