রাজ্য সরকারের বিরুদ্ধে ১৭০ টি স্কুল বন্ধ করে দেওয়ার অভিযোগ এনে আগরতলায় কালো বেলুন নিয়ে বিক্ষোভ মিছিল করলো ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং কংগ্রেসের ছাত্র সংগঠন এন এস ইউ আই। মিছিলের নেতৃত্ব ছিলেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা, কংগ্রেসের প্রচার সম্পাদক আমির হোসেন সহ ছাত্র যুব নেতৃত্ব। কংগ্রেস ভবন থেকে মিছিল বের হয়ে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসে ঘেরাও করতে চায়। মিছিল সামনে আসতেই পুলিশ তাদের আটকে দেয়। পরবর্তীকালে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেফতার করে এডিনগর নিয়ে যায়। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা বলেন এই সরকার রাজ্যের ছাত্র-ছাত্রীদের ধীরে ধীরে গ্রাস করছে। সরকারের স্কুল একত্রিকরনের সিদ্ধান্তে রাজ্যের অন্তত ১৫ হাজার ছাত্রছাত্রীর ক্ষতি হচ্ছে বলে যুব কংগ্রেসের অভিযোগ। ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের স্বার্থে যুব কংগ্রেস এবং এন এস ইউ আই আগামী দিনেও আন্দোলন জারি রাখবে বলে হুমকি দিয়েছে।